নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনায় নিহত শনাক্তকৃত ১৭ বাংলাদেশির লাশ সোমবার (১৯ মার্চ) বাংলাদেশে আনা হচ্ছে।
নেপালে অবস্থানরত ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ জানিয়েছেন, সোমবার এয়াফোর্সের বিশেষ এয়ারক্রাফটে লাশ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। তার আগে তাদের স্বজনদের ইউএস-বাংলার এয়ারক্রাফটে নিয়ে যাওয়া হবে।
তিনি আরো জানান, রোববার (১৮ মার্চ) বিকেল ৪টা থেকে লাশগুলো পর্যায়ক্রমে গোসল দেয়া হবে। রাত ৮টার মধ্যেই গোসল শেষে প্রক্রিয়াজাত করা হবে। এরপর সোমবার সকাল ৬টায় নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নেয়া হবে। সকাল ৮টায় সেখানে জানাজা শেষে ১৭ লাশ বিমানবন্দরে নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন