মঙ্গলবার , ৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ যিলক্বদ ১৪৪৪ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীর তানোরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ৬:২৪ পিএম

রাজশাহীর তানোরে ইমন (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার পৌর শহরের সিন্দুকাই এলাকার নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার ইনসান আলীর ছেলে।
তানোর থানার পরিদর্শক (তদন্ত) উসমান গণি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে সিন্দুকাই মহল্লায় নিজ ঘর থেকে ইমনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ইমন মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর প্রায়ই ঝামেলা হতো। গত শনিবার রাতেও মাদকের টাকার জন্য তিনি ঝামেলা করেন। পরে রাতে সিলিং ফ্যানের সঙ্গে নিজ ঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। #

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন