দিনাজপুরের ফুলবাড়ীতে গলায় ফাঁস দেয়া শাপলা বেগম (২৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধর করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের জানিপুর গ্রামে ওই গৃহবধুর শোবার ঘর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধু শাপলা বেগম জানিপুর গ্রামের জাহাঙ্গির আলমের স্ত্রী ও বিরামপুর উপজেলার কোনাবাড়ী গ্রামের রহিদুল ইসলামের মেয়ে। নিহত শাপলা বেগম ও জাহাঙ্গির দম্পত্তির একটি ৭ বছরের মেয়ে রয়েছে। গৃহবধুর পরিবারের দাবী পারিবারিক ঝগড়া-ঝাটির কারনে শাপলা বেগম গঁলায় দড়ি দিয়েছে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়ে গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ মর্মে ফুলবাড়ী থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন