নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিহত স্কুলশিক্ষিকা মেহেরুন্নেছা নেলী (৪৫) কেন্দুয়া পৌর শহরের আরামবাগ এলাকার বাসিন্দা উপজেলার দুঃখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের স্ত্রী এবং উপজেলার জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বাসার বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই শিক্ষিকাকে ঝুলতে দেখে পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন