শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতক্ষীরায় বাল্যবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ৪:১৮ পিএম

বাল্য বিয়ের পর সাতক্ষীরায় বধুর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার ( ৬ জানুয়ারি) দুপুরে এঘটনার পর স্বামীকে আটক করে রেখেছেন নিহতের পরিবারের সদস্যরা।

আটককৃত স্বামীর নাম সুমন (১৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
অপরদিকে, নিহত বধূ শিমু ( ১৭) একই গ্রামের আব্দুল আজিজ গাজীর মেয়ে ।
নিহতের নিকট আত্মীয় সূত্রে জানা গেছে, প্রায় দু'বছর আগে সম্পর্ক করে পালিয়ে বাল্য বিয়ে করেন সুমন ও শিমু। উভয় পরিবারের মধ্যে আপত্তি থাকলেও একপর্যায়ে তাদের বিয়েকে স্বীকৃতি দেয় দুই পরিবার।
বাল্যবিয়ের পর থেকেই সুমন তার শ্বশুরবাড়িতেই থাকতেন। স্বামী বেকার থাকায় দাম্পত্য জীবন সুখের ছিল না। প্রায়ই ঝগড়া বিবাদ চলতো। শুক্রবারও সুমন তার শ্বশুরবাড়িতে স্ত্রী শিমুর সাথেই ছিলেন। এসময় ওই বাড়িতে আর কেউ ছিলেন না। দুপুরে সুমন প্রচার চালায় তার স্ত্রী ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি জানার পর নিহতের পরিবারের সদস্যরা সুমনকে আটক করে পুলিশে খবর দেন।
সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন