বিশেষ সংবাদদাতা : বর্তমানে দেশের কারাগারগুলোতে গড়ে প্রায় ৭৫ হাজার বন্দি থাকে। এর মধ্যে ৩৫ দশমিক ৯ ভাগ মাদকের সঙ্গে জড়িত। কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন গতকাল এ কথা বলেন। কারা সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে গতকাল সকাল পৌনে ১১টার দিকে পুরান ঢাকার কারা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কারাগারে অভিনব কায়দায় মাদক ঢুকছে। কেউ গলাধকরণ করে মাদক ঢুকাচ্ছে। শুকনা মরিচের ভেতরে করে প্রবেশ করাচ্ছে। কেউ কেউ নিচ্ছে পেঁয়াজের ভেতরে ঢুকিয়েও। তবে তা প্রতিরোধের ক্ষেত্রে কারারক্ষীদের ভুল ও সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন তিনি। তিনি বলেন, আমাদেরও অনেক ভুল-ত্রুটি আছে। কারারক্ষীর সংখ্যাও কম। বিপথগামী কারারক্ষীদের প্রসঙ্গে তিনি বলেন, গত এক বছরে কমপক্ষে ২০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। তিনি বলেন, সোয়া একশ বছরের পুরনো কারাবিধি থেকে বের হচ্ছে বাংলাদেশ কারাগার। ১৮৯৪ সালে প্রণীত ব্রিটিশ কারাবিধি থেকে বের হয়ে নতুন বিধি প্রণয়নের কাজ চলছে। ১৫৯টি পুরনো বিধির ৮০টি পর্যালোচনাও শেষ হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষ বলছে, নতুন কারাবিধিতে ১৫৯টি আইন রয়েছে। এর মধ্যে ৮০টি আইনের পর্যালোচনা শেষ হয়েছে। সবগুলো আইনের পর্যালোচনা শেষ হলে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর ক্যাবিনেট হয়ে আইনটি পাসের জন্য সংসদে পাঠানো হবে। দেশের ৬৮টি কারাগারে একসঙ্গে ‹কারা সপ্তাহ- ২০১৮ এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন› উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কারা কর্তৃপক্ষ। সংশোধন ও প্রশিক্ষণ, বন্দির হবে পুনর্বাসন› প্রতিপাদ্য বিষয় নিয়ে ২০-২৬ মার্চ কারা সপ্তাহ পালিত হবে। আগামী ২০ মার্চ কাশিমপুর কারাগারে এবারের কারা সপ্তাহ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন