শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইঞ্জিন বিকল হয়ে এমভি মনিরুল হক ১৬ ঘণ্টা মেঘনা নদীতে

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০৬ পিএম

চট্টগ্রাম হাতিয়া রুটে চলাচলকারী বিআইডব্লিউটিসি জাহাজ এম ভি মনিরুল হক যান্ত্রিক ত্রুটির কারণে ২৩১জন যাত্রীসহ হাতিয়ার ভাষাণচরের মেঘনায় ১৬ ঘণ্টা আটকা পড়ে। পরে ইঞ্জিন চালু হবার পর আজ (মঙ্গলবার) ভোর সোয়া ৪টায় জাহাজটি হাতিয়া নলচিরা ঘাটে পৌঁছে ।
যাত্রী ও জাহাজের কর্মচারীদের সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯ টায় ২৩১জন যাত্রী নিয়ে এম ভি মনিরুল হক হাতিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় । দুপুর ১২ টার দিকে সন্দীপ চ্যানেলের কাছে ইঞ্জিনের পানি শীতল করার পাম্প (পাইপ) অচল হলে অপর ইঞ্জিন দিয়ে কোনক্রমে জাহাজটিকে ঠেঙ্গারচরের দিকে নিয়ে মেঘনায় নোঙ্গর করা হয়। এসময় অপর একটি পাম্প (পাইপ) লাগানোর এক ঘণ্টা পর সেটিও অকেজো হয়ে যায়। রাতে ইঞ্জিন বিভাগের কর্মচারীদের অক্লান্ত প্রচেষ্টায় পাম্প (পাইপ) এর কাজ সম্পন্ন হয় । এরপর ভোর সোয়া চারটার দিকে যাত্রী নিয়ে হাতিয়া নলচিরা ঘাটে পৌঁছে । দীর্ঘ ১৬ ঘণ্টা জাহাজে আটকা পড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । পরে জাহাজ থেকে যাত্রীদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন