শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ইরফান ১১৪ ইস্পাহানী ১৮৭!

চট্টগ্রাম ব্যুরোচট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইস্পাহানী স্পোর্টিং ক্লাব তাদের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন ইরফান শুক্কুর। স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে সেঞ্চুরি করেছেন এ ক্রিকেটার। নিজে সেঞ্চুরি করে তার দলকে ১৮৭ রানে নিয়ে যেতে সক্ষম হয়। গত মঙ্গলবার শুরু হওয়া এ টুর্ণামেন্টে প্রথম সেঞ্চুরি করেছিলেন সিটি কর্পোরেশন একাদশের আরেক তরুণ ক্রিকেটার কফিল। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইস্পাহানী ৫৪ রানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে (লাল) হারায়। টসে ইস্পাহানী জয়লাভ করে ব্যাটিং করতে গিয়ে রীতিমত ঝড় তুলেছেন ইরফান। জুয়েলকে নিয়ে উদ্বোধনী জুটিতে ২০ রান করার পর জুয়েল আউট হলে ইরফান শুক্কুর ব্যাট হাতে ঝলসে উঠে। ৬৯ বল খেলে ১১৪ রানের উপর ভর করে ইস্পাহানী চার উইকেট হারিয়ে ১৮৭ রানের ফাইটিং স্কোর গড়ে তুলে। এ স্কোর তাড়া করতে নেমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র (লাল) নয় উইকেট হারিয়ে ১৩৩ রান করে। ম্যাচ সেরা হয়েছেন সেঞ্চুরিয়ান ইরফান শুক্কুর। দিনের অপর ম্যাচে ফ্রেন্ডস ক্লাব শতদল ক্লাবের বিরুদ্ধে ৬৭ রানে জয় পেয়েছে। ফ্রেন্ডস ক্লাব ছয় উইকেটে ১৫৯ রানের বিপরীতে শতদল ক্লাব মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন