শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ইউসিবি’র মুনাফা ২৭২২ মিলিয়ন টাকা

১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড ২০১৭ সালে কর পরবর্তী সমন্বিত মুনাফার করেছে ২ হাজার ৭২২ দশমিক ৩০ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেশী। গতকাল রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘এ্যানুয়াল আরনিংস ডিসক্লোজার ২০১৭’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে জানানো হয়-২০১৭ সালে একক ভিত্তিক ব্যাংকের কর পরবর্তী মুনাফার পরিমান ২ হাজার ৪৩৩ দশমিক ৯ মিলিয়ন টাকা যা ২০১৬ সালে ছিল ২ হাজার ৬২৮ দশমিক ৬ মিলিয়ন টাকা। এছাড়া, ইউসিবি’র ২০১৭ সালে সমন্বিত শেয়ার প্রতি আয় ২ দশমিক ৫৮ টাকা এবং সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ২৫ দশমিক ৪৯ টাকা। যা ২০১৬ সালে ছিল যথাক্রমে ২ দশমিক ৪৯ ও ২৪ দশমিক ৫ টাকা। একই সঙ্গে ২০১৭ সালের জন্য পরিচালনা পরিষদ ১০শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। বর্তমান বাজার মূল্যে, লভ্যাংশের হার ৫ দশমিক ৫২ শতাংশ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মুহাইমেন এ তথ্যা তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহসান আফজাল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব মুস্তাফা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন