শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইউসিবি পাবলিক পার্লামেন্ট এর গ্র্যান্ড ফাইনাল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলায় আজ শুক্রবার সকাল ১১ টায় প্রচারিত হবে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে হাসান আহমেদ চৌধুরী কিরণ এর সঞ্চালনা ও পরিচালনায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা নিয়ে উক্ত বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি। ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে ছায়া সংসদের আদলে প্রতিযোগিতার বিষয় “ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক”। যুক্তি ও পাল্টা যুক্তির মধ্যে দিয়ে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিকে হারিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন