শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্বাধীনতা দিবস সাইক্লিং

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ১২০ জন সাইক্লিস্টের অংশগ্রহণে শেষ হয়েছে দিনব্যাপী স্বাধীনতা দিবস সাইক্লিং প্রতিযোগিতা। এতে চার ক্যাটাগোরিতে নারী ও পুরুষ সাইক্লিস্টরা আংশ নেন। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত প্রতিযোগিতার বালিকা অনূর্ধ্ব-১৬ বিভাগে আনসারের রিমা খাতুন, বালক অনূর্ধ্ব-১৬ ইভেন্টে ফাহমিদ হোসেন, সিনিয়র মহিলা বিভাগে আনসারের রাশিদা বেগম এবং সিনিয়র পুরুষ বিভাগে শামীম প্রথম হন। বিজয়ীরা ক্রেস্টসহ অর্থ পুরস্কার পান যথাক্রমে পাঁচ, তিন ও দু’হাজার টাকা করে। প্রতিযোগিতার উদ্বোধন ও খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মুনমুন আহাম্মেদ ও মো: আনিস উজ-জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা সাইক্লিং ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু। এসময় হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মেহাম্মদ ইয়াহিয়া, ঢাকা সাইক্লিং ক্লাবের সহ-সভাপতি ও কলামিস্ট ইকরাম উজ্জমান ও সাধারণ সম্পাদক রবিউল হাসান খান মনা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন