স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২ ক্লাবকে নিয়ে ২৫ এপ্রিল শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের খেলা চলবে ১৩ মে পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো- ঢাকা আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, রহমতগঞ্জ এমএফএস, টিম বিজেএমসি ও ফরাশগঞ্জ। দলগুলো চার গ্রæপে ভাগ হয়ে খেলবে। প্রত্যেক গ্রæপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। শীর্ষস্থানে থাকা চার ক্লাব নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এরপর ফাইনাল। অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দল পাঁচ লাখ, রানার্সআপরা তিন লাখ টাকা প্রাইজমানি পাবে। এছাড়া প্রত্যেকটি দল অংশগ্রহন মানি পাবে দু’লাখ টাকা করে। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত পেশাদার লিগ কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন