শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

জাতীয় ব্যাডমিন্টনে শাপলার দ্বিমুকুট

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গাজী গ্রæপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত জাতীয় ব্যাডমিন্টনে মহিলা দ্বৈতে ও মিশ্র দ্বৈতে দ্বিমুকুট জয় করেছেন দেশসেরা শাটলার শাপলা আক্তার। গতকাল পল্টন ময়দানসংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে মহিলা দ্বৈতের ফাইনালে নারায়ণগঞ্জের এলিনা সুলতানা ও শাপলা আক্তার জুটি ২-০ সেটে সেনাবাহিনীর বৃষ্টি খাতুন ও রেহেনা খাতুন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মিশ্র দ্বৈতের ফাইনালে নারায়ণগঞ্জের আবদুল হান্নান ও শাপলা আক্তার জুটি সিলেটের রাহাত কবির ও আফরিনা ইসলাম মৌলি জুটিকে হারিয়ে শিরোপা জয় করে। এছাড়া পুরুষ এককের সেমিফাইনালে ওঠেন আয়মান ইবনে জামান, রইস উদ্দিন, মোয়াজ্জেম হোসেন ও এনামুল হক। আজ পুরুষ ও মহিলা এককের এবং পুরুষ দ্বৈতের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন