বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে এসে পানিতে ডুবে শুভ (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (২৫ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।শুভ নওগাঁর নেয়ামতপুরের দড়িলাপুর এলাকার দুলাল চন্দ্র দাসের ছেলে। সে নওগাঁ থেকে তার চাচা সাগর চন্দ্র দাসের সঙ্গে পুণ্যার্থী হিসেবে স্নান করতে এসেছিলো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টায় শুভ বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের বাসনকালী ঘাটে স্নান করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল ১১টায় তার মরদেহ উদ্ধার করে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল জানান, শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ তার গ্রামে পাঠানোর ব্যবস্থা করছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন