শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

একযোগে ২৬০০ ব্যাগ রক্ত দিয়ে বেপজার অনন্য দৃষ্টান্ত

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

২৫ মার্চ কালরাত্রির গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রাক্কালে ৩০ লাখ শহিদের আত্মত্যাগের স্মরণে প্রায় ২৫৫০ ব্যাগ রক্ত দানের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ২৫ বেপজা নির্বাহী দপ্তরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৮টি ইপিজেডে একযোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচিতে বেপজার কর্মকর্তা-কর্মচারী এবং ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রমিক-কর্মচারী অংশ নেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮টি ইপিজেডের সঙ্গে যুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, বিএসপি, এনডিসি, পিএসসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট এর মহাপরিচালক মোঃ আব্দুল হালিম, বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান এনডিসি, সদস্য (প্রকৌশল) মোঃ মোসাদ্দেক আলী, সদস্য (অর্থ) মোঃ মিজানুর রহমান, সচিব নবীরুল ইসলাম এবং বেপজার মহাব্যবস্থাপকগণসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনীধিবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন