শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বিজেএমসি’র ৩৭তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

২৫ থেকে ২৮ মার্চ ২০১৮ ডেমরাস্থ করিম জুট মিলস লি: এর মাঠে অনুষ্ঠিত হল বিজেএমসি’র ৩৭ তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ২৮ মার্চ ২০১৮ তারিখে ৪ দিন ব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় সচিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান পৃষ্ঠপোষক বিজেএমসির চেয়ারম্যান ড. মো: মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজেএমসি’র পরিচালকমন্ডলী, উপদেষ্টাগণ, সচিব, প্রকল্প প্রধানগণ, বিভিন্ন ইভেন্টের টিম ম্যানেজার, প্রশিক্ষক, কর্মচারি ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ৩টি অঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম ও খুলনা) প্রায় ৩০০ জন ক্রীড়াবিদ মোট ৫০টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় দলগতভাবে ঢাকা অঞ্চল প্রথম স্থান, খুলনা ২য় এবং চট্টগ্রাম ৩য় স্থান অধিকার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন