মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বায়ার্নের ‘অবায়ার্নসুলভ’ জয়

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ এক মাস বিরতির পর মাঠে ফিরেছে জার্মানীর শীর্ষ ফুটবল লীগ বুন্দেসলিগা। প্রথম দিনে ম্যাচ ছিল একটি। হামবুর্গের মাঠে ম্যাচটি ২-১ গোলে ঠিকই জিতেছে বায়ার্ন মিউনিখ। তবে জয়টাকে ঠিক বায়ার্ন সুলভ বলা যাচ্ছে না। গার্দিওলা হয়ত ভাবতে পারেন যেভাবেই হোক জয় দিয়ে তো শুরু হল বছরটা। পয়েন্ট তালিকায়ও দ্বিতীয় অবস্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবুও এমন জয়ে বায়ার্ন যে খুশি হতে পারেনি তা রবার্ট লেভান্দোভস্কির কথাতেই স্পষ্টÑ ‘ভাগ্য বসত আমরা জিতেছি। বুঝতে পারছি শীতকালীন বিরতির পর গুছিয়ে নিতে আমাদের খানিকটা সময় লাগবে। তবে বছরের প্রথম ম্যাচে তিন পয়েন্ট পাওয়াটাও গুরুত্বপূর্ণ।’ এদিন দু’টি গোলই আসে এই পোলিশ স্ট্রাইকারের পা থেকে।
পয়েন্ট তালিকার ১০ম দল হামবুর্গ। তা সত্তে¡ও বায়ার্নের খেলায় প্রতিপক্ষকে যে ‘দুমড়ে মুচড়ে ফেলা’ ভাব সেটা এদিন ছিল না। মুলারের কল্যাণে বিরতির মিনিট দশেক আগে পেনাল্টি থেকে গোল করেন লেভান্দোভস্কি। বিরতির পর ফ্রি-কিক থেকে স্কোর বোর্ডে সমতা আনে স্বাগতিকরা। এখানেও বড় অবদান বায়ার্নেরই। জাবি অ্যালোনসোর গায়ে লেগেই বল জালে ঢুকে যায়। এর মিনিট ১২ পরেই অবশ্য আবারো মুলারের সহায়তায় দলকে এগিয়ে নেন লেভান্দোভস্কি। তা সত্তে¡ও ম্যাচে মুলার-লেভান্দোভস্কিদের ছন্দপতন ছিল চোখে পড়ার মত। এ নিয়ে লিগে লেভার গোল সংখ্যা দাঁড়ালো ১৭। সর্বোচ্চ গোলদাতা বরুশিয়া ডর্টমুন্ডের পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের চেয়ে এক গোল কম। বায়ার্ন ছেড়ে ইংল্যান্ডে যোগ দেয়ার ঘোষণার পর এটি ছিল কোচ পেপ গার্দিওলার প্রথম ম্যাচ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন