স্পোর্টস রিপোর্টার : আন্তঃজেলা মহিলা ব্যাডমিন্টনের বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা গতকাল শেষ হয়েছে। ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত শেষ দিনের খেলায় মহিলা এককে পাবনার রেহানা খাতুন এবং দ্বৈতে রেহানা খাতুন ও রেশমা খাতুন চ্যাম্পিয়ন হন। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পাবনা জেলার রেহানা খাতুন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা। টুর্নামেন্টে দু’টি ইভেন্টে ১৮ জেলার ৩৬ জন মহিলা শাটলার অংশ নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন