বাড়িতে ঘোড়া রাখা এবং ঘোড়ার পিঠে চড়ার অপরাধে খুন হতে হল এক দলিত যুবককে। খুনের অভিযোগ উঠেছে সমাজেরই উচ্চ বর্ণের কিছু মানুষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের ভাবনগরে। খুনের অভিযোগে গত শুক্রবারই উমরালা থানার পুলিশ তিনজনকে আটক করেছে। পুলিশ সূত্রের খবর, দুই মাস আগেই একটি ঘোড়া কিনেছিল প্রদীপ রাঠোর (২১) নামে এক যুবক। আর এরপরই তার গ্রামের কয়েকজন বাসিন্দা নাতুভা দরবার এবং তার আরেক বন্ধু তাকে হুমকি দিয়ে আসছিল। হুমকি আসার পরই প্রদীপ ঘোড়াটি বিক্রি করে দেয়ার ব্যাপারে মনস্থির করেছিল। প্রদীপের ভাই কালু জানান ‘প্রদীপের বন্ধুরা বলেছিল যে দলিতদের ঘোড়ায়
চড়া উচিত নয়, কারণ টিমবি ও পাশ্ববর্তী গ্রামে দলিতদের নিজস্ব কোন ঘোড়া নেই’। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন