স্পোর্টস রিপোর্টার : আট খেলোয়াড়কে ফিরে পেতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে করা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের রিট পিটিশনের শুনানি আজ হবে না। মহামান্য হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি হওয়ার কথা ছিল। এ প্রসঙ্গে শেখ জামালের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গতকাল বলেন, আগামীকাল (আজ) শুনানি হচ্ছে না এটা নিশ্চিত। এখন এটি কবে হবে তাও বলা যাচ্ছে না। কাল হয়তো জানা যাবে শুনানীর দিনক্ষণ। তবে এটি নিশ্চিত আদালতের রোববারের কার্যতালিকায় বাফুফে ও শেখ জামালের বিষয়টি নেই।
এদিকে কেএফসি স্বাধীনতা কাপে সহজ জয়েই শুরু ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের নতুন ফুটবল মৌসুম। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে গোপীবাগের দলটি ২-০ গোলে হারায় উত্তর বারিধারা ক্লাবকে। বিজয়ীদের পক্ষে মেজবাহ উদ্দিন ও এনকোচা কিংসলে একটি করে গোল করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন