পটিয়া উপজেলা সংবাদদাতা : গতকাল মাঠে গড়িয়েছে আ’লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। উদ্বোধনী খেলায় বড়উঠান একাদশকে ১-০ গোলে হারায় শিকলবাহা ইউনিয়ন একাদশ। ম্যাচ পরিচালনা করেন ফিফা রেফারি আবদুল হান্নান মিরন। এর আগে ট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী সিডিএ মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, টূর্ণামেন্টের আয়োজক কর্ণফুলী ক্রীড়া সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন মানিকসহ অনেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন