শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফাইনালের আম্পায়ার যারা

প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গত ৮ মার্চ ধর্মশালায় প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠেছিল ষষ্ঠ টি২০ বিশ্বকাপ আসরের। আগামী ৩ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচের মধ্যে দিয়ে শেষ হতে চলেছে প্রায় এক মাসের মারকাটারি টুর্নামেন্ট। ইংল্যান্ড না ওয়েস্ট ইন্ডিজ কে পড়বে শিরোপা মুকুট? কোটি টাকার এই প্রশ্নের উত্তর আজই পাওয়া যাবে। তার আগে পাঠকদের জন্য তুলে ধরা হলো আগের পাঁচ বিশ্বকাপের ফাইনাল। টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের দু’টি ফাইনাল আজ। কোলকাতার ইডেন গার্ডেন্সে বেলা তিনটায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ নারী দল। আর একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে সাতটায় লড়বে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দল। গতকাল এই দু’টি ফাইনালের জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নারীদের ফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। থার্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের নাইজেল লং। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন ভারতের সুন্দরম রবি। আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জিম্বাবুয়ের এন্ডি পাইক্রফট।
পুুরুষদের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন শ্রীলংকার কুমার ধর্মসেনা ও অস্ট্রেলিয়া রড টাকার। তাদের সহযোগী হিসেবে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার মারাইস ইরামাস। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার ব্রæস অক্সেনফোর্ড। ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার রঞ্জন মাদুগালে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন