শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

পরিসংখ্যানে উইন্ডিজ-ইংল্যান্ড

প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ষ টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১৩টি মুখোমুখি লড়াইয়ে ৯টিতে জয় ওয়েস্ট ইন্ডিজের। সেখানে ৪টিতে জিতেছে ইংল্যান্ড।
ষ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অতীতে ৪ ম্যাচের ৪টিতেই জয় উইন্ডিজের।
ষ চলমান টি-২০ বিশ্বকাপে একটি ম্যাচেও প্রথমে ব্যাট করেনি ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচে চেজ করে আফগানিস্তানের কাছে হেরেছে শুধু একটি ম্যাচে। অন্যদিকে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৩টি ম্যাচের ২টিতে জিতেছে। অন্য ২টিতে জিতেছে রান তাড়া করে।
ষ ৫টি ম্যাচের সব ক’টিতেই টসে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ইংল্যান্ড ৫ ম্যাচের ৩টিতে টসে জিতেছে।
ষ চলমান টি-২০ বিশ্বকাপে ওভারপ্রতি ৯’র বেশি রান কেবল ইংল্যান্ডের (৯.১২)। ওয়েস্ট ইন্ডিজের রান রেট সেখানে ৭.৭৮।
ষ চলমান আসরে ইংল্যান্ডের ইকোনমি রেট সবচেয়ে বাজে (৮.৬৮), তাদের পেছনে ওয়েস্ট ইন্ডিজ (৭.৪১)।
ষ টুর্নামেন্টে সর্বাধিক ৩৬টি ছক্কা ওয়েস্ট ইন্ডিজের। দ্বিতীয় সর্বাধিক ৩৪টি ছক্কা সেখানে ইংল্যান্ডের।
ষ ওয়েস্ট ইন্ডিজের সংগৃহীত রানের ৬৫.৩৪ শতাংশ এসেছে চার-ছক্কা থেকে। চলমান আসরে চার ছক্কা থেকে রান সংগ্রহে দ্বিতীয় স্থান ইংল্যান্ডের (৬২.৯৩ শতাংশ)।
ষ ডট বলের সংখ্যায় সবার উপরে ওয়েস্ট ইন্ডিজ (৪৫.৪৪ শতাংশ)। সেখানে ডট বলের দিক থেকে দ.আফ্রিকার পর সবচেয়ে কম সংখ্যাটি ইংল্যান্ডের (৩৩.৮৫ শতাংশ)।
ষ ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের ইকোনমি রেট এই আসরে সবচেয়ে কম (৫.৭৩)। ইংল্যান্ড স্পিনারদের ইকোনমি রেট সেখানে সবচেয়ে বাজে (৯.৩৬)। অন্য কোন দেশের স্পিনারদের ইকোনমি রেট ৮ এর উপরে ওঠেনি।
ষ ওয়েস্ট ইন্ডিজ স্পিনাররা উইকেট পিছু খরচা করেছে ২১.৩৬ রান। সেখানে ইংল্যান্ড স্পিনারদের উইকেট গড় ৩১.২২।
ষ চলমান টি-২০ বিশ্বকাপে পাওয়ার প্লেতে ইংল্যান্ডের রান রেট সর্বোচ্চ (৯.৫০)। প্রতি চার বলে গড়ে একটি করে চার মেরেছে তারা। পাওয়ার প্লেতে সর্বাধিক ৩৮টি চার, ৭ ছক্কা তাদের। পাওয়ার প্লেতে সেখানে ওয়েস্ট ইন্ডিজের রান রেট ৬.৪৬। প্রতি ৫.৪ বলে একটি করে চার মেরেছে তারা।
ষ সুপার টেনে ইনিংসের মাঝের ওভারগুলোয় (৭ম থেকে ১৫তম) ওভারপ্রতি রান সংগ্রহে সবার নীচে ইংল্যান্ড (৮.৪৬)।
ষ ¯øগ ওভারে (শেষ ৫ ওভারে) ইংল্যান্ডের রান রেট সবচেয়ে ভাল (১২.২৭)।
ষ চলমান টি-২০ বিশ্বকাপে ইডেন গার্ডেনসে হয়ে যাওয়া ৪ ম্যাচের ২টিতে প্রথমে ব্যাট করে জিতেছে ২টি দল, অন্য ২টিতে চেজ করে জিতেছে ২টি দল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন