শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

এখন থেকে ‘দ্রুত’ অ্যাপেই মিলবে ইলেক্ট্রনিক্স কিংবা ইলেক্ট্রিক্যাল পণ্যের সমস্যার সমাধান

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

জামান গ্রæপ এর প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার ‘দ্রæত’ (উৎড়ড়ঃড়) মোবাইল অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করেন বেস্ট ইলেক্ট্রনিক্স-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান এবং শার্প সিঙ্গাপুর এর সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার মি কো সিও কার্ন। এ সময় উপস্থিত ছিলেন ‘দ্রæত-র’ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক এবং বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেড এর পরিচালক সৈয়দ আশহাব জামান রাফিদ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক বলেন, গুগল প্লে-স্টোর থেকে ‘দ্রæত’ (নরঃ.ষু/উৎড়ড়ঃড়অঢ়ঢ়) অ্যাপটি ডাউনলোড করে ঘরে বসেই যে কোনো ইলেক্ট্রনিক্স কিংবা ইলেক্ট্রিক্যাল পণ্য মেরামত করা যাবে। প্রথমে ‘দ্রæত’-এর অ্যাপে সার্ভিসের জন্য বুকিং করতে হবে। এর পর মুহূর্তের মধ্যে আমাদের সার্ভিস টিম পৌঁছে যাবে আপনার ঠিকানায়। দেশব্যাপী ‘দ্রæত’র রয়েছে ১৩টিরও বেশি নিজস্ব সার্ভিস সেন্টার এবং ১১৫ জন সার্ভিস এক্সপার্ট। বিস্তারিত জানতে ভিজিট করুন- িি.িফৎড়ড়ঃড়.পড়স.নফ এই ঠিকানায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন