আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী সাধারণ ও নিরীহ মানুষকে হত্যা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। একই সঙ্গে সেখানে মার্কিন বাহিনী ও তার মিত্ররা ব্যর্থ হয়ে রাশিয়ার উপর দায় চাপানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেছে পুতিন প্রশাসন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি এমন সময় এ মন্তব্য করলেন। যখন আফগানিস্তানের কুন্দুজ এলাকায় একটি মাদ্রাসায় ন্যাটো বাহিনীর হামলায় শতাধিক বেসামরিক লোক ও ছাত্র নিহত হয়েছেন। মস্কোর দাবি, আফগানিস্তানে প্রায় দুই দশকের উপস্থিতি সত্তেও সেখানে নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে না পেরে তার দায় ওয়াশিংটন অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।
আরটি, তাস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন