দেশে বীমা ব্যবসা করা সব কোম্পানির জন্য একই রকম বেতন কাঠামো নির্ধারণ করতে জীবন বীমা ও সাধারণ বীমা সংক্রান্ত দুটি কমিটি গঠন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ সদস্য গকুল চাঁদ দাস এবং বোরহান উদ্দিন আহমদকে প্রধান করে গঠন করা এই দুই কমিটির প্রতিটিতে ১৬ জন সদস্য রাখা হয়ছে। কমিটিকে তিন মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত ১ এপ্রিল এ সংক্রান্ত একটি অফিস আদেশও জারি করা হয়েছে বলে আইডিআরএ সূত্রে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, সাধারণ বীমা সংক্রান্ত কমিটিতে প্রধান (সভাপতি) করা হয়েছে আইডিআরএর গকুল চাঁদ দাসকে। আর জীবন বীমা সংক্রান্ত কমিটির প্রধান বোরহান উদ্দিন আহমদ। উভয় কমিটিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ইন্স্যুরেন্স একাডেমি, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ইন্স্যুরেন্স ফোরাম ও কোম্পানি প্রতিনিধিরা রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন