স্পোর্টস ডেস্ক : অবসরের গুঞ্জনটা চলছিলো অনেকদিন থেকেই। এমনকি টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটকে বিদায় বলবেনÑ এমন কথাও প্রচলিত ছিলো আসরজুড়ে। বাজেভাবে দলের বিদায়ের পর তা আরো জোরালো হলেও অবসরের ভাবনাকে আপাতত শিঁকায়ে তুলে রাখলেন শহিদ আফ্রিদী। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বুম বুম তারকা।
পাশাপাশি, দেশের হয়ে এবং ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান বলেও জানিয়েছেন এই তারকা অলরাউন্ডার। ৩৬ বছর বয়সী আফ্রিদি জানান, তিনি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে মোহাম্মদ হাফিজের জায়গায় পাকিস্তানের অধিনায়ক হয়েছিলেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন