যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু ও নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফসহ চার নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আকরাম হোসেনের এ আদেশ দেন।‘নাশকতামূলক কর্মকান্ডের’ অভিযোগে যশোর কোতোয়ালি থানা পুলিশ গত ১ ফেব্রুয়ারি, ৬ ফেব্রুয়ারি, ৮ ফেব্রুয়ারি, ৯ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রুয়ারি বিএনপি নেতা কর্মীদের নামে পাঁচটি মামলা করে। রোববার এসব মামলা জামিনের জন্য যশোর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন বিএনপি নেতারা। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন