শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

স্মার্ট কার প্রযুক্তি নিয়ে কাজ করছে হুয়াওয়ে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্মার্ট প্রযুক্তি নিয়ে কাজ করছে হুয়াওয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ভোডাফোন জার্মানি এবং বোস (গাড়ির আধুনিক যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান) এর সঙ্গে যুক্ত হয়েছে। ফলে হুয়াওয়ে এখন থেকে প্রতিষ্ঠান দুটির সঙ্গে সেলুলার ভেহিকল টু এভরিথিংস তৈরিতে প্রযুক্তি সেবা দেবে। বিশেষ করে চালকদের সহায়তাকারী বোসের অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল (এসিসি) নিয়ে কাজ করবে হুয়াওয়ে। ঈ-ঠ২ঢ এবং অঈঈ প্রযুক্তির সমন্বয়ে তৈরি স্মার্ট কার গ্রাহকদের আরও বেশি দক্ষ ও নিরাপদ সেবা দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। যেসব গাড়িতে ঈ-ঠ২ঢ প্রযুক্তি ব্যবহার করা হবে সেসব গাড়ির সঙ্গে আশপাশের অন্যান্য গাড়ি স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ করতে পারবে। ঈ-ঠ২ঢ প্রযুক্তি মূলত রিয়েল টাইম অ্যালার্ট সিস্টেম, যা গাড়িগুলোর মধ্যে সংযোগ স্থাপণে সহায়তা করবে এবং যদি আশপাশের গাড়ি হঠাৎ লেন পরিবর্তন করে বা ব্রেক করে তাহলে সেটা অন্য গাড়ির যাত্রীদের আগেই সতর্ক করে দেবে। ফলে এটা শুধু চালক বা যাত্রীদের সতর্কই করবে না বরং স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজন অনুযায়ী গাড়ির গতি বাড়াতে বা কমাতে সহায়তা করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন