শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গুজব ছড়ানোয় আইসিটি আইনে মামলা দায়ের

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কোটা সংস্কার আন্দোলনে ফেসবুকে মিথ্যা গুজব ও উস্কানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে (আইসিটি) মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। আইসিটি আইনে এ মামলাটি করেন ডিএমপির সাইবার ক্রাইম বিভাগের এসআই এসএম শাহজালাল। তবে মামলায় কাউকে আসামী করা হয়নি।
রমনা থানার ওসি কাজী মঈনুল ইসলাম বলেন, ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনের সময় গুজব ও উস্কানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে গত বুধবার আইসিটি আইনে একটি মামলা হয়। মামলার এজাহারে কারো নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে মামলায় কোটা আন্দোলন নিয়ে গুজব ছড়ানো বিভিন্ন ফেসবুক আইডির নাম ও পোস্ট সংযুক্ত করা হয়েছে। ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাবির এক ছাত্রের মৃত্যু হয়েছে এমন তথ্য দিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে প্রমাণ হয় এটি একটি গুজব। তার এ স্ট্যাটাসের স্ক্রিনশট মামলার এজাহারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন