শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

স্বাস্থ্য ও নিরাপত্তায় পুরস্কার পাচ্ছে ১০ কারখানা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০১৮ দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রথমবারের মতো ১০টি পোশাক কারখানাকে ‘পেশাগত স্বাস্থ্য ও সেফটি উত্তম চর্চা পুরস্কার’ দেবে। আগামী ২৮ এপ্রিল রাজধানীর কৃষিবিদ ইনসটিটিউশন মিলনায়তনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ পুরস্কারের জন্য মনোনিত ১০টি কারখানাকে সম্মাননা স্মারক দেবেন। পেশাগত স্বাস্থ্য ও সেফটি উত্তম চর্চা পুরস্কার দেওয়ার লক্ষ্যে গঠিত জুরি বোর্ড ১০টি করাখানাকে সম্মাননা দেওয়ার জন্য মনোনীত করেছে। কারখানাগুলো হলো ময়মনসিংহের ভালুকার স্কয়ার ফ্যাশন লিমিটেড, ধামরাইয়ের স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেড, গাজীপুর কালিয়াকৈরের ইকোটেক্স লিমিটেড, মানিকগঞ্জের সাটুরিয়ার তারাসিমা অ্যাপারেলস লিমিটেড, গাজীপুর টঙ্গীর ভিয়েলাটেক্স লিমিটেড, ধামরাইয়ের এ কে এইচ ইকো অ্যাপারেলস লিমিটেড, নিট কনর্সান লিমিটেড, নারায়নগঞ্জের ফতুল্লার উইজডম অ্যাটায়ার্স লিমিটেড, টঙ্গীর হুপ লুন অ্যাপারেলস লিমিটেড এবং নারায়নগঞ্জ রূপগঞ্জের ফকির ফ্যাশন লিমিটেডকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ২০১৬ সাল থেকে ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন