স্টাফ রিপোর্টার : ঢাকার ডেমরার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক মুহাম্মাদ জয়নাল আবেদীন (৫২) সোমবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য ছাত্র ও ভক্ত রেখে গেছেন। তিনি ১৯৬৯ সনে খুলনা জেলার খালিশপুরে জন্ম গ্রহণ করেন। ১৯৯৮ সনে তিনি দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় ইংরেজি প্রভাষক পদে যোগদান করেন। মৃত্যু পর্যন্ত তিনি তার স্বপদে কর্মরত ছিলেন।
গতকাল বাদ যোহর দারুননাজাত মাদরাাসা মাঠে জানাযা শেষে মাদরাসা সংলগ্ন শুকুরশী গোরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু বকর সিদ্দিক। মাদরাসার পক্ষ থেকে সকলের নিকট তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন