শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক খুন

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১১:২৫ এএম

সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়া কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্পন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার হোসেনপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। দর্পন একই এলাকার মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানান, দর্পনের বড় ভাই রতনের কাছে একই এলাকার জোয়াদ আলীর ছেলে আরিফ হোসেন এক লাখ টাকা পেতেন। ইতিমধ্যে ওই পাওনা টাকার মধ্যে ৮০ হাজার টাকা পরিশোধও করেন রতন।

বুধবার রাতে বাকি ২০ হাজার টাকা দেয়ার কথা ছিল। সে মোতাবেক আরিফ টাকা চাইতে গেলে রতন টাকা পরিশোধে ব্যর্থ হয়। এ সময় আরিফ ক্ষিপ্ত হয়ে উঠলে রতনের ছোট ভাইসহ দর্পনসহ পরিবারের লোকজন এগিয়ে আসে এবং উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরই একপর্যায়ে আরিফ দর্পনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্বজনরা দর্পনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, পাওনা টাকা চাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্পন নিহত হন। নিহতের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন