শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

জামালের কাছে মোহামেডানের হার

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কেএফসি স্বাধীনতা কাপে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা মোহামেডানের বিপক্ষে সহজ জয় তুলে নিল প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ২-০ গোলে হারায় মোহামেডানকে। বিজয়ীদের পক্ষে এনামুল হক ও ওয়েডসন এনসেলমে একটি করে গোল করেন। এ ম্যাচে দলের অন্যতম সেরা আট ফুটবলারকে ছাড়াই মাঠে নামে শেখ জামাল। তারপরও পুরো ম্যৗাচ জুড়েই দাপট ছিল তাদেরই। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সমান তালেই খেলেছেন জামালের ফুটবলাররা। গাম্বিয়ার মিডফিল্ডার ডার্বোয়ে ল্যান্ডিং, নাইজেরিয়ার ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন এবং ওয়েডসনই ছিলেন শেখ জামালের চালিকা শক্তি। এই তিন বিদেশীর দাপুটে খেলায় ম্যাচের শুরুতেই দু’গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। মাত্র আট মিনিটের মাথায় দু’গোল হজম করে মোহামেডান। ম্যাচের নয় মিনিটে ডানপ্রান্ত দিয়ে ল্যান্ডিং ডার্বোয়ের স্কয়ার পাসে পা ছুঁইয়ে উচু শটে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার এনামুল হক (১-০)। এর মিনিট সাতেক পরেই ব্যবধান বাড়ায় কোচ শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে দর্শণীয় শটে বল জালে জড়ান অধিনায়ক ফরোয়ার্ড ওয়েডসন এনসেলমে (২-০)। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি স্বাধীনতা কাপের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। ম্যাচে ফিরতে মরিয়া হয়েই লড়ে তারা। ম্যাচে হারলেও সাদা-কালোরা পাল্টা আক্রমণ সানায় শেখ জামালের রক্ষণদুর্গে। তবে মাসুক মিয়া জনির শট যেমন জাল খুঁজে পায়নি। তেমনি মোহামেডানের ক্যামেরুনের ডিফেন্ডার ল্যন্ডারির ভলি গোল লাইন থেকে হেড করে সরিয়ে দেন ডিফেন্ডার আনিসুর আলম সুইট। গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরাও দলকে গোল এনে দিতে পারেননি। শেষ পর্যন্ত মোহামেডানের গোলভাগ্যের শিকে ছেড়েনি। দ্বিতীয়ার্ধেও তেমন পোক্ত কোন আক্রমণ রচনা করতে পারেনি সাদাকালোরা। ফলে যা হওয়ার তাই হলো। ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হলো ঐতিহ্যবাহীদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন