শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

পুরস্কার পাচ্ছেন ‘দেশপ্রেমিক’ ব্রাফেটরা

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রাপ্য সহযোগিতা না পেলেও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা দেশের ভালোর জন্য খেলেছেন বলে জানিয়েছেন টানা চার ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা জেতানো কার্লোস ব্রাফেট।
কলকাতায় গত রোববারের রুদ্ধশ্বাস ফাইনালে জিতে ম্যাচ শেষে দেওয়া অধিনায়ক ড্যারেন স্যামির আবেগময় বক্তব্যের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এই অলরাউন্ডার। ইএসপিএন ক্রিকইনফোকে ব্রাফেট বলেন, ‘বেশিরভাগ দেশেরই আমাদের চেয়ে বেশি সম্পদ আছে। বলা হয়েছে যে, আমাদের বুদ্ধি নেই, আমরা মেধা কাজে লাগাই না, আমাদের মাঠের বাইরের কাজ মাঠে বাজে পারফরম্যান্সের কারণ। কিন্তু আমি শুধু বলতে চাই, আমরা মাঠ আর মাঠের বাইরে যা কিছু করি তা ওয়েস্ট ইন্ডিজের ভালোর জন্য। শুধু দলের জন্য নয়, ক্রিকেট আর সাধারণভাবে দেশের জন্য।’
শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিয়ারে এই প্রথম বড় কোনো টুর্নামেন্ট খেলতে আসা ব্রাফেট বেন স্টোকসের করা প্রথম চারটি বলেই ছয় মারেন, ‘সত্যি বলতে কী, কিছুটা স্নায়ু চাপ ছিল। আমি শুধু মনোযোগ ধরে রাখতে চেষ্টা করেছি। বলটা খেয়াল করেছি আর মারলনের উপর থেকে কিছু চাপ সরাতে চেয়েছি।’ ম্যাচ শেষে ব্রাফেট তার পরিবার ও বন্ধুদের সঙ্গে বিশেষ ধন্যবাদ জানান ক্যারিবিয়ানের দক্ষ ব্যাট নির্মাতা এরল এডিকে, ‘বিশ্বকাপে খেলার জন্য তিনি (এরল এডি) বিশেষ সুন্দর এই ব্যাট আমার জন্য বানিয়েছেন। তিনি আমাকে বলেছিলেন, ‘কার্লোস যাও আর মারো’। এরল, আমি মেরেছি এবং এখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।’
দলের প্রয়োজনে ৬৬ বলে অপরাজিত ৮৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন মারলন স্যামুয়েলস। ব্রাফেট তার সিনিয়র সতীর্থকে যথাযথ কৃতিত্ব দেন, ‘এটা ছিল পুরো বিশ্বের সঙ্গে আমাদের লড়াই। আর কাউকে দায়িত্ব নিতে হতো। ধীর শুরুর পর আজ মারলন স্যামুয়েলস দায়িত্ব নিয়েছে এবং দারুণ একটি ইনিংস খেলেছে।’
ফাইনালে চমৎকার বোলিংয়ের পর দলের খুব প্রয়োজনের সময় ব্যাট হাতেও ত্রাতা এই অলরাউন্ডার। টানা চার ছ্ক্কায় ম্যাচ জেতানো এই পারফরম্যান্সের জন্য তিনি প্রশংসা পেয়েছেন অধিনায়ক ড্যারেন স্যামিরও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্যামি জানান, এমন কিছুর জন্যই পুরো ম্যাচে তারা শুধুই প্রার্থণা করে গেছেন, ‘সত্যিই এই জয়ে আমরা খুব খুশি। এটা এমন কিছু যার জন্য আমরা দীর্ঘ দিন সযতেœ আগলে রাখব।’
অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ম্যাচ সেরা স্যামুয়েলসের সঙ্গে ৪.১ ওভারে ৫৪ রানের জুটি গড়েন ব্রাফেট। তাতে এই অলরাউন্ডারের অবদান ১০ বলে ৩৪ রান। স্যামি জানান, তিনি জানতেন কেউ না কেউ ঠিকই এগিয়ে আসবে, ‘আমাদের দলে ১৫ জন ম্যাচ উইনার আছে। প্রতি ম্যাচে কেউ না কেউ এগিয়ে এসেছে। আজ (রবিবার) যা করেছে কার্লোস, সে ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি গভীরতা দেখিয়েছে।’
শেষে ওয়েস্ট ইন্ডিজের ত্রাতা হয়ে আসার আগে বোলিংয়েও নিজের সামর্থ্যটা দেখান ব্রাফেট। ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সংগ্রহটা আরও বড় হতে দেননি তিনি। ২৩ রানে তিন উইকেট হারিয়ে ইংল্যান্ড প্রতিরোধ গড়ে জো রুট ও জস বাটলারের ব্যাটে। দুই ব্যাটসম্যানকেই ফেরানোর কৃতিত্ব ব্রাফেটের। শেষে দ্রæত রান সংগ্রহ করা ডেভিড উইলিও তার শিকার। ইংল্যান্ডের সর্বোচ্চ তিন রান সংগ্রাহককে ফেরানো ব্রাফেট ম্যাচ সেরার পুরস্কার জেতেননি। কিন্তু সতীর্থদের প্রশংসায় ঠিকই ভেসেছেন তিনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন