শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বনানীতে বাসের চাপায় তরুণীর পা বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:২৩ পিএম

তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীবের মৃত্যুর পর এবার রাজধানীর বনানীতে বাসের চাপায় রোজি নামে এক তরুণীর পা বিচ্ছিন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

শনিবার সকালে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩ বাসের চাপায় রোজির ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘাতক বাস চালককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পার হওয়ার সময় মহাখালী থেকে উত্তরাগামী বিআরটিসির একটি দোতলা বাস তাকে ধাক্কা দেয়। রোজি পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। তিনি বনানী নিকেতনের একটি বাসায় গৃহকর্মীর কাজ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন