বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার চার সদস্যের একটি প্রতিনিধি দলের প্রধান হিসেবে গতকাল শনিবার ৫ দিনের এক সরকারী সফরে সউদী আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সউদী আরব সফরকালে তিনি সি-১৩০ পরিবহন বিমানের মেইনটেন্যান্স, রিপেয়ারিং এবং ওভারহোলিং সংক্রান্ত সুযোগ সুবিধা পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধান সউদী আরব অবস্থানকালে ঐদেশের চীফ অব জেনারেল স্টাফ, রাজকীয় সউদী বিমান বাহিনীর কমান্ডারসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়াও তিনি সফরকালে সউদী আরবের রিয়াদে অবস্থিত আল-সালাম এ্যারোস্পেস ইন্ডাস্ট্রি, জেদ্দার কিং আব্দল্লাহ বিমান ঘাঁটি এবং কিং ফাহাদ গ্লোরিয়াস কুরান প্রিন্টিং কমপ্লেক্স পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের সউদী আরব সফর দুই দেশের বিমান বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন