ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছেলেসহ বাবা ও চালকের। আর গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশকোচের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে পৃথক এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভালুকায় নিহত ব্যক্তিরা হলেন আবদুল কাদির (৬৫), তাঁর ছেলে জুয়েল মিয়া (৪৫) ও তাঁদের গাড়ির চালক। তাঁদের বাড়ি উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি গ্রামে। তবে গাইবান্ধায় নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান নিশিন্ধায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে নয়টার দিকে একটি প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারালে কারটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা খায়। এতে কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশে পড়ে যায় এবং প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে প্রাইভেট কারের যাত্রী আবদুল কাদির ঘটনাস্থলেই মারা যান। পরে আহত অবস্থায় অন্যদের ময়মনসিংহ ে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছেলে ও চালক মারা যান। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন আবদুল কাদিরের অন্য দুই ছেলে।
গাইবান্ধা জেলা : পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, ঢাকা থেকে ছেড়ে আসা ভিএস পরিবহন নামের একটি নৈশকোচ পঞ্চগড় যাচ্ছিল। কোচটি আজ ভোর সাড়ে পাঁচটার দিকে পান্থপাড়ার বকচর এলাকায় পৌঁছায়। সেখানে ঢাকাগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে কোচটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কোচ ও ট্রাকের চালকসহ চারজন নিহত হন। শিশু ও নারীসহ আহত হন ১৪ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন