শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

দ্বিতীয় বিভাগ ভলিবল

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : মার্সেল দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ শুরু হচ্ছে আগামীকাল। এদিন সকাল ১০টায় প্রধান অতিথি থেকে লিগের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। ঢাকা ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই লিগে নয়টি দল অংশ নেবে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- নগর সমাজ কল্যাণ ক্লাব, বনানী নবারুন সংঘ, যুব সংঘ, ঢাকা স্পোর্টিং ক্লাব, নবোদয় সংঘ, নবজাতক মজলিশ ক্লাব, ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, বাংলাদেশ আনসার ও বিকেএসপি। এই লিগের চ্যাম্পিয়নরা প্রথম বিভাগে ওঠবে এবং রেলিগেটেড দল তৃতীয় বিভাগে নেমে যাবে। লিগের বাজেট ধরা হয়েছে দেড় লাখ টাকা। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন