শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভাইয়ের লাঠির আঘাতে প্রবাসী ভাই খুন

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৮, ৩:২১ পিএম

জমি নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে বড় ভাইয়ের লাঠির আঘাতে বাদল আকন (৪০) নামে এক প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভুরঘাটা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। এঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই পলাতক রয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ভুরঘাটা এলাকার সৌদি প্রবাসী বাদল আকনের সঙ্গে তার বড় ভাই নজরুল আকনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে বাদল আকন সৌদি থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকালে ওই জমি নিয়েই বাদলের সঙ্গে তার বড় ভাই নজরুলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নজরুল ক্ষিপ্ত হয়ে তার ভাই বাদল আকনকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত বাদলকে উদ্ধার করে গৌরনদীর আশোকাঠি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন