স্পোর্টস রিপোর্টার : আড়ইশ’ প্রতিযোগির অংশগ্রহণে স্বাধীনতা দিবস রানার উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল। বালক ও বালিকা একক (১৪ বছর), বালক ও বালিকা (অনুর্ধ্ব- ১২ বছর), বালক ও বালিকা (অনুর্ধ্ব- ১০ বছর) এবং বালক ও বালিকা (অনুর্ধ্ব ৮ বছর) ও সিনিয়র ৫০ উর্ধ্ব ইভেন্টে খেলাগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের পুরুষ একক, মহিলা একক ও পুরুষ দ্বৈত ইভেন্টে এক লাখ ৪৭ হাজার টাকার প্রাইজমানি দেয়া হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে টেনিস ফেডারেমনের সাধারন সম্পাদক মীর খুরসিদ আনোয়ার এসব তথ্য জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন