স্পোর্টস রিপোর্টার : আঞ্চলিক পর্বের সেরা আটটি দলকে নিয়ে গতকাল ঢাকায় শুরু হয়েছে আইজিপি কাপ জাতীয় যুব (অনূর্ধ্ব-২১) কাবাডি প্রতিযোগিতা। এদিন ঢাকা কাবাডি স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সভাপতি একেএম শহীদুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, পৃষ্ঠপোষক বিবিএস কেবলসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ও ইসলামী ব্যাংকের ড. কামাল উদ্দিন জসিম, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নিজামউদ্দিন চৌধুরী পারভেজ এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে অংশ নেয়া দলগুলোর মার্চ পাস্টে সালাম গ্রহন করেন শহিদুল হক। উদ্বোধন শেষে মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । গতকাল উদ্বোধন হলেও আজ থেকে শুরু হবে খেলা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো- ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সাতক্ষিরা, নীলফামারী, বরিশাল, সিলেট ও রাজশাহী জেলা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন