সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ধানকাটা নিয়ে বিরোধের জের ধরে মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার জয়নগর ইউনিয়নের খোর্দবাঁটরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান ওই গ্রামের কেরামত আলী গাজীর ছেলে।
নিহতের বাবা কেরামত আলী গাজী জানান, ধানকাটা নিয়ে একই গ্রামের গফফার গাজীর ছেলে জাহিদ হাসানের সাথে (২৬) মেহেদীর কথা কাটাকাটি হয়। এসময় মেহেদী হাসান নিজ বড়িতে ফিরে আসে। পরে জাহিদ হাসান ও তার মা আলেয়া খাতুন মেহেদীর বাড়িতে গিয়ে লেবুর ডাল দিয়ে তাকে এলোপাথাড়ি মারপিট করলে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে।
পরে খবর পেয়ে প্রতিবেশীরা মেহেদীকে উদ্ধার করে স্থানীয় সরসকাটি বাজারের গ্রাম্য ডাক্তার প্রদীপ কুমার দের চেম্বারে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলারোয়া হাসপাতালে পাঠানো হয়।
কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনাটি নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন