শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বাংলাদেশ ৭৪ ওয়েস্ট ইন্ডিজ ১২৫

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপের সুপার টেনের চার ম্যাচের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। অপরদিকে টুর্নামেন্টের সেরা দশের লড়াইয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে পরাজয়ের স্বাদ দিয়েছে আফগানিস্তান। জয়ের দেখা না পেলেও আইসিসির সদ্য প্রকাশিত টি২০ র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। টাইগাররা রয়েছেন দশে। অবস্থান ধরে রেখে আফগানিস্তানও। ৮১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে আফগানদের অবস্থান নবম। আইসিসির টি২০ র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ঠিক থাকলেও তাদের অবনতি ঘটেছে রেটিংয়ে। ৭৬ রেটিং নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা মাশরাফির দল খুইয়েছে দুই রেটিং। বর্তমানে টাইগারদের ঝুলিতে জমা আছে ৭৪।
এদিকে ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ভাÐারে পুঁজি রয়েছে ১২৫ রেটিং। র‌্যাংকিংয়ে অবশ্য শীর্ষে উঠতে পারেনি ড্যারেন স্যামির দল। রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। ক্যারিবীয়দের চেয়ে এক পয়েন্টে এগিয়ে র‌্যাংকিংয়ে সবার ওপরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল ভারত। বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড উঠে এসেছে র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানে। রেটিংয়ে ইয়ান মরগানের দলের সংগ্রহ ১১৫। বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ডের পকেটে জমা পড়েছে ১২০ রেটিং। টি২০ র‌্যাংকিংয়ে কিউইদের অবস্থান তিনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন