শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আইপিএল মাতাতে সাকিব এখন কোলকাতায়

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : কোলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে হয়ে গেছেন সাকিব। ২০১১ থেকে টানা ষষ্ঠ মৌসুমের মতো শাহরুখের দলের হয়ে দেখা যাবে বাঁ হাতি এই অল রাউন্ডারকে। ২০০৮ থেকে ২০১০ আইপিএলের প্রথম তিনটি মৌসুমে কলকাতা পেরোতে পারেনি গ্রুপ পর্বের বাধা। ২০১১ সালে সাকিব যোগ দেয়ার পর থেকেই যেন খুলতে থাকে তাদের ভাগ্য। ২০১২ এবং ২০১৪ সালে কে কে আর এর শিরোপা জয়ের পেছনে যথেষ্টই অবদান ছিল সাকিবের। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলের পাঁচটি আসরে ৩২টি ম্যাচ খেলে সাকিব করেছেন ৩৮৩ রান। বল হাতে নিয়েছেন ৩৮টি উইকেট। আর দু’বার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। পারফরমেন্সের এই ধারাবাহিকতায় অপরিহার্য ক্রিকেটারদের তালিকায় সাকিবকে এবার রেখে দিয়েছে কে কে আর। গতকাল বিকেল ৫টা ২০ মিনিটে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে কোলকাতা গেছেন সাকিব। আগামী ১০ এপ্রিল ইডেন গার্ডেনসে দিল্লী ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে সাকিবের দল। কোলকাতা যাত্রার আগে একটি টেলিফোন প্রতিষ্ঠানের ব্রান্ড অ্যাম্বাসডর হয়েছেন, ব্রান্ড অ্যাম্বাসডর হয়েছেন একটি মোটর বাইক কোম্পানীর সঙ্গে। সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে ১২৯ রানও ১০ উইকেট পেলেও নিজের পরিচিত মাঠ ইডেন গার্ডেনসে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দু’টিতে কেটেছে তার উইকেট শুণ্য। কোলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল মিশনে তাই ভুলগুলো শুধরে নিজেকে মেলে ধরতে চান সাকিব আল হাসানÑ‘খুব বেশি টার্গেট সেট করে খেলি না আমি। দলের হয়ে কতোটা অবদান রাখা যায়, সেটাই সব সময় ভাবি। ভুলগুলো শুধরে খেলার কথাই ভাবছি। নিজেকে কতোটা ইমপ্রæভ করা যায়, সেটাই আপাতত আমার লক্ষ্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন