ইসরাইলের দক্ষিণাঞ্চলে সমুদ্রে জলোচ্ছাসের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় নয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরো একজন। ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়, গত বৃহস্পতিবার নেগেভ মরুভূমিতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিক্ষার্থীদের মধ্যে আটজন নারী ও একজন পুরুষ। প্রাক-আর্মি প্রস্তুতিমূলক প্রকল্পের অংশ হিসেবে ২৫ সদস্যের একটি দল নেগেভ মরুভূমিতে ট্রেকিংয়ে গিয়েছিল। দলটিতে সবার বয়স ১৮ বছর। বার্তা সংস্থা জানায়, দুই দিন ধরে ভারী বৃষ্টিপাতের পর হঠাৎ করেই ডেড সি থেকে বিশাল আকারের ঢেউ এসে জাফিত নদী ভাসিয়ে নিয়ে যায়। দলটি ওই সময় শুকিয়ে যাওয়া জাফিত নদীর ক্ষীণধারার পাশ দিয়ে হাঁটছিল। স্রোতের তোড়ে তারা নদী দিয়ে ভেসে যায়। পরে ১৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনের হাইপোথারমিয়ার চিকিৎসা চলছে। উদ্ধারকৃত শিক্ষার্থীদের একজন চ্যানেল টেন নিউজকে বলেন, আমরা তীব্র স্রোতের টানে নদীতে ভেসে যাই। নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে সেনাবাহিনীর হেলিকপ্টার ও ডুবুরি দল তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এক ঘটনাকে ‘ভয়ঙ্কর দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন