শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ইসরাইলে আজান সীমিত করতে মন্ত্রিসভায় বিল

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলে আজান সীমিত করার বিতর্কিত বিল উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গত রোববার বিলটি উপস্থাপন করা হয়। এদিকে সরকারি এ কর্মকা-কে ধর্মীয় স্বাধীনতায় হুমকি হিসেবে দেখছে পর্যবেক্ষক মহল।
মন্ত্রিসভা বৈঠকে নেতানেয়াহু খসড়া বিলটি উত্থাপন করেন। তিনি এসময় বলেন, অকারণে বিভেদ সৃষ্টিকারীদের বিপক্ষে এটি একটি পদক্ষেপ। ইসরাইলি গণমাধ্যম বলছে, বিলটি পাস হলে জনগণকে প্রার্থনার জন্য আহ্বান করার রীতি বন্ধ হয়ে যাবে। মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু আরও বলেন, প্রার্থনার জন্য আহ্বান করার রীতিতে জনগণের ভোগান্তি বাড়ে। অতিরিক্ত শব্দ দূষণেরও সৃষ্টি হয় বলে অভিযোগ করেন তিনি। বিলটি পাস হলে তা সব সম্প্রদায়ের প্রার্থনা ঘরের জন্যই প্রযোজ্য হবে। তবে মসিজদগুলোই এই বিলের আসল টার্গেট বলে অভিযোগ উঠেছে।
ইসরাইলি জনগোষ্ঠীর ১৭.৫ শতাংশ আরব। এদের অধিকাংশই মুসলিম। ইহুদি সম্প্রদায়ের লোকদের তুলনায় তারা অনেক বেশি বৈষম্যের শিকার হন। সূত্র : ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন