শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চট্টগ্রামে সার কারখানায় যুবলীগের হামলা: সমঝোতার চেষ্টা মামলা হয়নি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় রাষ্ট্রায়ত্ত¡ ডায় অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানায় যুবলীগের হামলা এবং তিন কর্মকর্তাকে মারধরের ঘটনায় গতকালও (শুক্রবার) থানায় মামলা রের্কড হয়নি। বৃহস্পতিবার হামলার পর কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খোকন কান্তি দাশ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। থানার ওসি ছৈয়দুল মোস্তফা গতকাল রাতে ইনকিলাবকে জানান, মামলা এখনও রের্কড হয়নি। আমরা শুনেছি উভয় পক্ষ সমঝোতার চেষ্টা করছেন। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বিষয়টি দেখছেন, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমুও এবিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
সমঝোতা হলে আর মামলা হবে না, আমরা অপেক্ষা করছি। তবে ঘটনা যা ঘটেছে তাতে মামলা হওয়ার মতো কিছু হয়নি বলেও মন্তব্য করেন ওসি। উল্লেখ, সংরক্ষিত সরকারি স্থাপনায় (কেপিআই) ওই সার কারখানায় হানা দিয়ে তিন কর্মকর্তাকে মারধর করে যুবলীগের কর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন