শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকগনের ‘রিস্ক ম্যানেজম্যান্ট ইন ব্যাংকস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি আগ্রাবাদস্থ দি ভিলেজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. হাসিবুর রশীদ। ড. হাসিবুর রশীদ শাখা ব্যবস্থাপকদের মানব সম্পদ উন্নয়নের জন্য নলেজ ম্যানেজম্যান্ট এর বিভিন্ন দিকসমূহ প্রয়োগ করতে পরামর্শ দেন। তিনি শাখা ব্যবস্থাপক উত্থাপিত ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ঝুঁকি ব্যবস্থাপনা গুরুত্ব পর্যালোচনা করে বিশদ আলোচনা করেন। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড এর সিএফও মহাব্যবস্থাপক মো. শওকত জাহান খান। তিনি বলেন, অচিরেই রূপালী ব্যাংকের সার্বিক ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকান্ডের ব্যপক উন্নয়ন হবে। চট্টগ্রাম বিভাগীয় প্রধান মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীরসহ বক্তব্য রাখেনÑরূপালী ব্যাংক লিমিটেড ট্রেনিং একাডেমি ঢাকার প্রিন্সিপাল সালমা বানু, জোনাল ম্যানেজার চট্টগ্রাম পশ্চিম গোলাম মরতুজা,জোনাল ম্যানেজার চট্টগ্রাম পূর্ব শওকত ওসমান। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান কার্যালয়ের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন