সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটে মাসুদ হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১ মে) ভোররাতে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সোমবার সন্ধ্যায় তাকে মারপিটের ঘটনা ঘটে।
নিহত মাসুদ হোসেন (২৪)। তিনি কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের মোনায়েম হোসেনের ছেলে।
কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব আহমেদ জানান, জমিজমা নিয়ে সোমবার সন্ধ্যায় মোনায়েম হোসেনের সাথে তার ভাই মোয়াজ্জেম হোসেন, মোকাররম হোসেন ও আব্দুল আজিজের গোলযোগ বাধে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে মোয়াজ্জেম হোসেন, মোকাররম হোসেন ও আব্দুল আজিজের ছেলেরা মোনায়েম হোসেনের ছেলে মাসুদকে বেধড়ক মারপিট করে। এতে মাসুদ মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে গেলে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে ভোররাতে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় রাতেই মামলা রেকর্ড ও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোয়াজ্জেম হোসেন, মোকাররম হোসেন ও আশরাফুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন